ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে হাতেলেখা সংবিধান কপি হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
গণ বিশ্ববিদ্যালয়ে হাতেলেখা সংবিধান কপি হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের গণ বিশ্ববিদ্যালয়কে বাহাত্তরের হস্তলিখিত সংবিধানের কপি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেলে গণ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন ফোরকান এ সংবিধান হস্তান্তর করেন।



সভায় ৭২এর সংবিধান পুণঃপ্রবর্তনের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশে যাঁরাই ক্ষমতায় এসেছেন তাঁরাই জনগণের স্বার্থ বিবেচনা না করে নিজেদের প্রয়োজনে ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধান সংশোধন করেছেন। এছাড়া সংবিধানে জনগণের অধিকারের পরিপন্থী সংশোধনীও আনা হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।    

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক আতাউর রহমান খান, উন্নয়ন ও তদারকি কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ভাষা তত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা, ডেপুটি রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু, শিক্ষার্থী নাজমুল আলম, হাফিজা খান নীলা প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad