bangla news

শাবিপ্রবিতে বিজয় দিবস উদযাপিত

24 |
আপডেট: ২০১৩-১২-১৬ ১২:০৫:৫৯ এএম

বিভিন্ন সংগঠনের নানা আয়োজনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

শাবিপ্রবি: বিভিন্ন সংগঠনের নানা আয়োজনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

সোমবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

এরপর শহীদ মিনারে বিজয় শ্রদ্ধাঞ্জলি প্রদান করে দিবস উদযাপন কমিটি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারি ইউনিয়ন, শাবিপ্রবি প্রেসক্লাব, সাস্ট ট্যুরিস্ট ক্লাব, কিন, সাস্ট ক্যারিয়ার ক্লাব, ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ, বাংলা বিভাগ, লোকপ্রশাসন বিভাগ ও আবাসিক হলগুলোসহ বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো।

বিজয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2013-12-16 00:05:59