ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

শিক্ষা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা বিষয়ক উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, ডিসেম্বর ১৫, ২০১৩
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা বিষয়ক উঠান বৈঠক

রাজবাড়ী: জনপ্রিয় যোগাযোগ (পপুলার কমিউনিকেশন) ব্যবহারের মাধ্যমে স্কুলে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, স্কুল থেকে ঝড়ে পড়ারোধ ও শিক্ষা সমাপণ বিষয়ে রাজবাড়ীতে ভিপিকেএ ফাউন্ডেশনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার হাটবাড়িয়া, বিলনুরুদ্দিনপুর ও ঘুঘুশাইল গ্রামে ৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



উঠান বৈঠকে সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস ছাত্তার, সমন্বয়কারী হাফিজ আল আসাদ, সংস্থার শিক্ষা কার্যক্রমের প্রকল্প সংগঠক রাশেদুল ইসলাম, শিক্ষিক শ্যামলী আক্তার, মালতি রাণী সাহা, সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: মনিরুজ্জামান/প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।