ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হাবিপ্রবিতে স্নাতকোত্তর শ্রেণীর ভর্তি কার্যক্রম স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
হাবিপ্রবিতে স্নাতকোত্তর শ্রেণীর ভর্তি কার্যক্রম স্থগিত

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৪ (জানুয়ারি-জুন) শিক্ষাবর্ষে এমএস ও এমবিএ কোর্সের ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এমএস ও এমবিএ কোর্সে ভর্তি কার্যক্রম সংক্রান্ত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং  পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।