bangla news

প্রাথমিকে দেশ সেরা বরিশাল বিভাগ

136 |
আপডেট: ২০১৩-১২-৩০ ৬:৫০:০৩ এএম

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম হয়েছে বরিশাল বিভাগ। সোমবার সকালে প্রকাশিত ফলাফলে বরিশাল বিভাগে পাসের হার শতকরা ৯৯.২৫ ভাগ।

বরিশাল: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম হয়েছে বরিশাল বিভাগ।
 
সোমবার সকালে প্রকাশিত ফলাফলে বরিশাল বিভাগে পাসের হার শতকরা ৯৯.২৫ ভাগ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১১,৭৫৯ জন। এর মধ্যে ৫ হাজার ১৩৩ জন ছাত্র এবং ৬ হাজার ৬২৬ জন ছাত্রী।
 
এ বছর বরিশাল বিভাগে পরীক্ষার রেজিস্ট্রেশনভুক্ত হয়েছিল ১ লাখ ৬২ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৫ হাজার ৭৮৬ জন। যার মধ্যে ছাত্র ৬৯ হাজার ৭২৪ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৬২ জন।

প্রকাশিত ফলাফলে বরিশাল বিভাগে প্রথম হয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় (সদর গার্লস), ২য় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল এবং ৩য় হয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: মনিরুজ্জামান ও রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2013-12-30 06:50:03