ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড ১৮ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩

সিলেট: সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডের সদস্য সচিব অধ্যাপক শরীফ মোহাম্মদ শরাফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের ১৬ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটে (www.bdpho.org) লগ ইন করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

অংশগ্রহণকারী প্রত্যেককেই সার্টিফিকেট এবং ফলাফলের ভিত্তিতে মেডেল দেওয়া হবে। মেডেল প্রাপ্তরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিয়োগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
এসএ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।