ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষা সংস্কৃতি জাতিকে অনন্যভাবে পরিচিত করে: ড. মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩

ঢাকা: শুধু রাজনীতিকদের পরিচয়ে জাতি পরিচিত হয় না। শিক্ষা সংস্কৃতি জাতিকে অনন্যভাবে পরিচিত করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।



রোবাবর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে জিসাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতি ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা ও শিশু-কিশোর নতুন তাঁরা প্রতিযোগিতা ২০১৩ আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

অনুষ্ঠানে মঈন খান বলেন, “শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকলা যে জাতিতে নেই সে জাতি কখনই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ”

তিনি বলেন, “সংস্কৃতি একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জাতির সংস্কৃতি যতটা সমৃদ্ধ, সে জাতির অবস্থান ও ভিত্তি ততটাই মজবুত। ”

এসময় সংস্কৃতির ক্ষেত্রে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নানা অবদান তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, “সংস্কৃতি ক্ষেত্রে অনেক কিছুই জিয়া প্রবর্তন করে গেছেন, যা দেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। ”

আলোচনার আগে শিশু কিশোররা সংগীত পরিবেশন করে। আলোচনার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাসেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা বিএনপির আহ্বায়ক আবুল খায়ের বাবলু, জিসাস মহাসচিব মতিউর রহমান ডিজেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
এসকেএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad