ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবি শিক্ষকদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা

ইবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষকদের ওপর শনিবার দুপুরে ছাত্রলীগের একদল কর্মী হামলা চালিয়েছে।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন শিক্ষক সমিতির শিক্ষকরা।

এসময় হঠাৎ করে ছাত্রলীগের জাপান, ইলিয়াস, টিটু, সজিব, শামীম ও দিলুর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে হামলা চালায়।

এসময় তারা বাইরে থেকে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং অনুষদ ভবনের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়।

এদিকে, অনুষদ ভবনের বাইরে ছাত্রলীগের কর্মী জনির নেতৃত্বে আরেকটি দল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে যোগ দিয়ে শিক্ষকদের কক্ষের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় প্রক্টর ড. আক্তারুল ইসলাম জিল্লু ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে শান্ত করেন।

পরে ছাত্রলীগ কর্মীদের বিশ্ববিদ্যালয়ের বাইরে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেন তিনি।

বিকেল ৩টার দিকে এ প্রতিবেদন লেখার সময় প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad