ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিতে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৩
শাবিতে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলনের  উদ্বোধন করা হয়েছে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন ফিজিক্স’ শীর্ষক এ সম্মেলনের আয়োজক শাবির পদার্থবিজ্ঞান বিভাগ।


 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়  সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “বর্তমান শিক্ষার্থীরা বিজ্ঞান পড়তে আগ্রহী হয় না। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে পরিলক্ষিত হচ্ছে । কিন্তু দেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তুলতে হলে  বিজ্ঞান শিক্ষায় এগিয়ে আসতে হবে। ”

শিক্ষামন্ত্রী সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  “সব ধরনের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু বিজ্ঞান শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষাকে অধিক গুরুত্ব দিচেছ। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাবির কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। বক্তব্য দেন, সম্মেলনের সদস্য সচিব ড শরীফ মো. শরাফ উদ্দিন, অধ্যাপক ইয়াসমিন আহমেদ প্রমুখ।

পরে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় প্ল্যানারি সেশন। এ সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমিন। প্ল্যানারি সেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা কে চৌধুরী।

সম্মেলনে বয়োফিজিক্স, নন-লিনিয়ার অপটিক্স, মেডিকেল ফিজিক্স, নিউক্লিয়ার  ফিজিক্স, কনডেন্সড মেটার ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, রিফ্লেক্টর ফিজিক্স এবং প্লাজমা ফিজিক্সসহ পদার্থবিজ্ঞানের ১২টি বিষয়ে অর্ধ শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে।  

এছাড়াও রয়েছে পোস্টার প্রদর্শনী। এতে পদার্থবিজ্ঞান বিষয়ক বিভিন্ন পোস্টার প্রদর্শন করা হবে।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২
এসএ/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad