ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

শাবিতে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৩

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী পদার্থবিজ্ঞান আন্তর্জাতিক সম্মেলন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাবির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্ল্যানারি সেশন। এ সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমিন। প্ল্যানারি সেশনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা কে চৌধুরী।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন ফিজিক্স’ শীর্ষক এ সম্মেলনের আয়োজক শাবির পদার্থবিজ্ঞান বিভাগ।

সম্মেলনে বয়োফিজিক্স, ননলিনিয়ার অপটিক্স, মেডিক্যাল ফিজিক্স, নিউক্লিয়ার  ফিজিক্স, কনডেন্সড মেটার ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, রিফ্লেক্টর ফিজিক্স এবং প্লাজমা ফিজিক্সসহ পদার্থবিজ্ঞানের ১২টি বিষয়ে অর্ধ শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এছাড়াও রয়েছে পোস্টার প্রদর্শনী। এতে পদার্থবিজ্ঞান বিষয়ক বিভিন্ন পোস্টার প্রদর্শন করা হবে।

সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হক জানান, তিন দিনের এ সম্মেলনে পদার্থবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে তথ্যের আদান-প্রদান ঘটবে। আমেরিকা, ভারত, জাপান, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক গবেষক ও শিক্ষক-শিক্ষার্থী সম্মেলনে অংশ নেবেন।

পদার্থবিজ্ঞানের এ সম্মেলন বিজ্ঞান শিক্ষার মানোন্নয়য়ন, জনপ্রিয়করণ ও আন্তজার্তিকীকরণে অনন্য ভূমিকা রাখবে বলে জানান অধ্যাপক ইয়াসমিন হক।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ফিজিক্স এডুকেশন টুডে’ শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। মুক্ত আলোচনা সঞ্চালনা করবেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
 
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০২,  ২০১২
এসএ/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।