ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

খুবিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১২
খুবিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার।
 
শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।



ভর্তি পরীক্ষা চলাকালে খুবি’র ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।

ফায়েকউজ্জামান শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফকির আবু হোসেন, সাইট ( সাইন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি) স্কুলের ডিন প্রফেসর মো. রফিকুল ইসলাম, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সমীর কুমার সাধুসহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষকরা তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১২
প্রতিবেদন: মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: কাজল কেয়া ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।