bangla news

না.গঞ্জে প্রাথমিকে পাসের হার ৯৭.৬১%, ইবতেদায়ীতে ৯৪.৯১%

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২-১২-২৭ ৭:২৬:৫৭ এএম

নারায়ণগঞ্জ জেলায় ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭.৬১ ভাগ ও ইবতেদায়ী পরীক্ষায় পাসের হার ৯৪.৯১ ভাগ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭.৬১ ভাগ ও ইবতেদায়ী পরীক্ষায় পাসের হার ৯৪.৯১ ভাগ।

বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলায় গত ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৪৯ হাজার ৬৫ জন।

এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৫ হাজার ৯শ ২৭ জন। পরীক্ষায় পাস করে ৪৪ হাজার ৮শ ৩১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫শ ৭৮ জন। আর পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ১ হাজার ৯৬ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, ইবতেদায়ীতে পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৬শ ৯০ জন। পাস করেছে ২ হাজার ৯শ ৮৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
তানভীর হোসেন/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2012-12-27 07:26:57