ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

জেএসসি ও প্রাথমিকে সেরা ৫ম মতিঝিলের আইডিয়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার ফলাফলে সেরা ৫ম হয়েছে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

গত বছর এ প্রতিষ্ঠান জেএসসিতে তৃতীয় ও পিএসসিতে ৪র্থ স্থান দখল করেছিল।



আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বাংলানিউজকে জানান, পরীক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল করেছে। সব শিক্ষক-শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন হয়েছে।

এ বছরে জেএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪শ ৫৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪শ ৫৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৯শ ২২ জন।

মিতিঝিল শাখায় ১শ ৯৭ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ ১শ ৩২ জন এবং ৪শ ৩৫ জন ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২শ ৮৬ জন।

ইংরেজি ভার্সনে ৫৬ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ ৩৮ জন এবং ১শ ২৪ জন ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন।

বনশ্রী শাখায় ১শ ৮০ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ ১শ ৪২ জন এবং ৩শ ৬৪ জন ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ ৯৪ জন।

মুগদা শাখার ৫২ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন এবং ৫০ জন ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।

অন্যদিকে, প্রাথমিক স্কুল সার্টিফিকেটে (পিএসসি) মোট ১ হাজার ৪শ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২শ ৯০ জন।

মতিঝিল শাখায় ৫শ ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫শ ৬ জন, বনশ্রী শাখায় ৫শ ৬৪ জনের মধ্যে ৬শ ২১ জন, মুগদা শাখায় ১শ ৮০ জনের মধ্যে ১শ ৬২ জন, ইংরেজি ভার্সনে ১শ ৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ ১ জন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
জেএনএ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।