bangla news

জেএসসিতে ভোলায় পাসের হার ৯৩.৯৯ শতাংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২-১২-২৭ ৬:৩৪:৫৫ এএম

ভোলায় এবারের জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৯৯ শতাংশ। জেলায় মোট জিপিএ পেয়েছে ৩শ’ ৯৫ জন। এর মধ্যে ছাত্র ১৯৬ জন ও ছাত্রী ১৯৯ জন।

ভোলা: ভোলায় এবারের জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৯৯ শতাংশ। জেলায় মোট জিপিএ পেয়েছে ৩শ’ ৯৫ জন। এর মধ্যে ছাত্র ১৯৬ জন ও ছাত্রী ১৯৯ জন।

২০১২ সানের জেএসসি পরীক্ষায় ভোলা জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১১ হাজার ৫শ’ ১৬ জন।

এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮শ’ ২৪ জন। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭শ’ ৪০ জন ও ছাত্রী ৫ হাজার ৮৪ জন।

বৃহস্পতিবার বিকেলে ভোলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম মোকাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

এদিকে, বরিশাল শিক্ষাবোর্ডের শীর্ষে ২০ এ স্থান পেয়েছে ভোলার ৩টি বিদ্যালয়। এগুলোর মধ্যে লালমোহন উপজেলার হামিম একাডেমী ১১তম , ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় ১২তম ও ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯তম স্থানে রয়েছে ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ তে মেয়েরা এগিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2012-12-27 06:34:55