ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কুমিল্লা বোর্ডে সেরা দশ

প্রথম ফেনী গার্লস ক্যাডেট কলেজ

চান্দিনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

চান্দিনা(কুমিল্লা): জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ১০ স্কুলের মধ্যে সেরা হয়েছে ফেনী গালর্স ক্যাডেট কলেজ।

এ বছর ফেনী জেলার ফেনী গালর্স ক্যাডেট কলেজের ৫৯জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশসহ ৫৯জন শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেন।



অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। ওই স্কুলের ৩৫৬জন পরীক্ষার্থীর শতভাগ পাশসহ বোর্ডের দ্বিতীয় সর্বোচ্চ ২৫০টি জিপিএ-৫ পেয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৪৫জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৪জন জিপিএ-৫ পেয়েছে।

৪র্থ স্থান লাভ করেছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এখানকার ৫০ পরীক্ষার্থীর মধ্যে ৩৩জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে।

৫ম স্থানে রয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ১৮২জনের মধ্যে শতভাগ পাশসহ ৮৩জন জিপিএ-৫ পেয়েছে।

বোর্ডে ৬ষ্ঠ স্থানে রয়েছে কুমিল্লা মর্ডাণ স্কুল। এই স্কুলের ১হাজার ৬৯জন পরীক্ষায় অংশ নিয়ে  করে বোর্ডের সর্বোচ্চ ২৫১টি জিপিএ-৫সহ ১হাজার ৬৮জন শিক্ষার্থী পাশ করেছে।

৭ম স্থানে রয়েছে কুমিল্লার আওয়ার লেডী অব ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ১০৯ জনের মধ্যে শতভাগ পাশসহ ৪৬টি জিপিএ-৫ পেয়েছে।

৮ম স্থানে রয়েছে কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ। স্কুলের ১২১জন পরীক্ষায় নিয়ে শতভাগ পাশসহ জিপিএ-৫পেয়েছে ৫০জন।

৯ম স্থান লাভ করেছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। এ স্কুলের  ৬১০জন পরীক্ষায় অংশ নিয়ে করে শতভাগ পাশসহ ৫৬টি জিপিএ-৫ পেয়েছে।

১০ম স্থানে রয়েছে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যলয়। স্কুলের ২৪৫জন পরীক্ষার্থীর ৬৫টি জিপিএ-৫সহ ২৪৪ জন পাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।