ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হবিগঞ্জে পাসের হার পিএসসিতে ৯৬.৭৮% ও ইবতেদায়ীতে ৮৬.৯৮%

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

হবিগঞ্জ: হবিগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জেলার ৮ উপজেলা থেকে ৩৫ হাজার ৭শ ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৪ হাজার ৬শ ১১ জন পাস করেছে।

পাসের হার শতকরা ৯৬ দশমিক ৭৮ ভাগ।

এ+ পেয়েছে ১ হাজার ৭শ ১৩ জন।

এ ছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮শ ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২ হাজার ৪শ ৪৪ জন পাস করেছে। পাসের হার শতকরা ৮৬ দশমিক ৯৮ ভাগ। এ+ পেয়েছে ৭ জন।

পিএসসিতে সবচেয়ে ভাল ফল করেছে বানিয়াচং উপজেলা। এ উপজেলায় ৪ হাজার ৩শ ১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২শ ৭০ জন পাশ করে। পাসের হার শতকরা ৯৯ দশমিক ২৮ ভাগ। এ+ পেয়েছে ২৪৩ জন।

এ ছাড়া হবিগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার ২২ জনের মধ্যে ৬ হাজার ৭শ ৯১ জন পাস করে। পাসের হার শতকরা ৯৬ দশমিক ৭১। এ+ পেয়েছে ৪৯৪ জন।

নবীগঞ্জে ৫ হাজার ৫শ ৫২ জনের মধ্যে ৫ হাজার ২শ ৮৯ জন পাস করে। পাসের হার শতকরা ৯৫ দশমিক ২৬ ভাগ। এ+ পেয়েছে ১৬৮ জন।

মাধবপুরে ৫ হাজার ৯ শ ৯৭ জনের মধ্যে ৫ হাজার ৯শ ৩১ জন পাস করে। পাসের হার শতকরা ৯৮ দশমিক ৯০ ভাগ। এ+ পেয়েছে ৩৪৬ জন।

চুনারুঘাটে ৫ হাজার ৬শ ৭৬ জনের মধ্যে ৫ হাজার ৫শ ৬৯ জন পাস করে। পাসের হার শতকরা ৯৮ দশমিক ১১ ভাগ। এ+ পেয়েছে ২৫৮ জন।

বাহুবলে ৩ হাজার ৬শ ১৩ জনের মধ্যে ৩ হাজার ৩শ ৩২ জন পাস করে। পাসের হার শতকরা ৯২ দশমিক ২২ ভাগ। এ+ পেয়েছে ৯৫ জন।

আজমিরীগঞ্জে ১ হাজার ৪শ ৬০ জনের মধ্যে ১ হাজার ৩শ ৫৯ জন পা করে। পাসের হার শতকরা ৯৩ দশমিক ০৮ ভাগ। এ+ পেয়েছে ৫৭ জন।

লাখাইয়ে ২ হাজার ১শ ৪২ জনের মধ্যে ২ হাজার ৭০ জন পাস করে। পাসের হার শতকরা ৯৬ দশমিক ৬৪ ভাগ। এ+ পেয়েছে ৫২ জন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।