ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

৪ তলা বিশিষ্ট নতুন এ দুটি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ৬ কোটি টাকা।



বুধবার সকাল ১১টায় সিলেট এমসি কলেজের পুরাতন ছাত্রাবাসের পূর্বপাশে নতুন একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এবং কলেজ অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে প্রফেসর ধীরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
বাংলাদেশ সময়:১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
এসএ/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।