ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবিতে ১১ সংগঠনের বিজয় উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১২
ঢাবিতে ১১ সংগঠনের বিজয় উৎসব

ঢাবি: ‘রক্তে রাঙা বিজয় আমার-২০১২’ শীর্ষক তিন দিনব্যাপি বিজয় উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীক ১১টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সংগঠনগুলো হলো স্লোগান ৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, তীরন্দাজ, প্রভাত ফেরি, বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট সোসাইটি, সাংস্কৃতিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটি, ব্যাকবেঞ্চারস।



শুক্রবার  বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি চত্বরের (ভিসি চত্বর) অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আগামী ১৫ ও ১৬ তারিখও দিনব্যাপি অনুষ্ঠানমালা চলবে।

তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সাস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে মানবন্ধন, রাজাকারদের ব্যঙ্গচিত্রে ডার্ট নিক্ষেপ, ফানুস ওড়ানো, বিজয় মুহূর্ত উদযাপন ইত্যাদি।

বাংলাদেশ সময়: ২০৩০ঘন্টা, ডিসেম্বর১৩,২০১২
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।