ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শেকৃবির ভর্তি পরীক্ষা শুক্রবার

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ১০টায়।



বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ১৫ হাজার সাতশ’ ৬৩ জন প্রতিযোগী। প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ৩২ জন শিক্ষার্থী।

রোল নম্বর অনুযায়ী ভর্তি পরীক্ষার আসন বিন্যাস:

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (০০০০১-০১৬৭০), গণভবন সরকারি বালক উচ্চ বিদ্যালয় (০১৬৭১-০২৪৭০), মোহাম্মদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (০২৪৭১-০৩৯৬২), কিশলয় বালিকা স্কুল অ্যান্ড কলেজ (০৩৯৬৩-০৪৯৬২) মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ (০৪৯৬৩-০৬৪৬২), শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (০৬৪৬৩-০৭৭৯২), শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (০৭৭৯৩-০৯০৩২), মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ (০৯০৩৩-১১২৩২),  মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয় (১১২৩৩-১২১০০),  ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (১২১০১-১৩৯০০), ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৩৯০১-১৫৮০০)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের পরীক্ষার সময় ২ কপি পাসপোর্ট সাইজের ছবির পেছনে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে। সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর ওপর এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২০০ নম্বরের ওপর প্রস্তুত করা হবে মেধা তালিকা।

পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর এবং  ৯ ও ১০ ডিসেম্বর মূল মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।

শেকৃবিতে কৃষি অনুষদে ৩৫০, ত্রগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১০০ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫০টি আসন রয়েছে।

ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট- www.sau.edu.bd  থেকে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।