ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবিতে ক্লাস-পরীক্ষার দাবিতে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২

কুষ্টিয়া (ইবি): কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে ক্লাস-পরীক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। এ দাবিতে মঙ্গলবার সকালে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।



এছাড়া উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যাক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অবিলম্বে ক্লাস-পরীক্ষার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। এসময় সড়কের দু’দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে ক্লাস-পরীক্ষার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘ চার মাস ধরে আমরা ক্লাসে যেতে পারছি না। এজন্য আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। যতদিন ক্লাস-পরীক্ষা চালু না হবে ততোদিন আমরা আন্দোলন করতে থাকবো। ”

এছাড়া আগামীকাল একই দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

এছাড়া উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যাক্ষের অপসারণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে শিক্ষক সমিতি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২১৭তম সিন্ডিকেটে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করেন ইবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন মহল।

এনিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানিয় দৈনিক পত্রিকাগুলোতে ব্যাপক লেখালেখি হয়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ওই তদন্ত কমিটি তদন্তের জন্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- টিম লিডার ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাব্বত হোসেন খান, অধ্যাপক ড. আবুল হাসেম ও ইউজিসির উপসচিব ফেরদৌস জামান।

বাংলাদেশ সময়:ম ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
শরিফুল ইসলাম জুয়েল/সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।