ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবি‘র ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ  ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৬৮০টি (বাণিজ্য-৫৮০ ও অন্যান্য-১০০টি) আসনের বিপরীতে ২,৯৭৫ জন (বাণিজ্য ২,৮৪৫ জন এবং অন্যান্য ১৩০ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন।

উক্ত ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

এছাড়াও, যে কোন মোবাইল থেকে ম্যাসেজের  মাধ্যমে এই ফলাফল জানা যাবে। এজন্য যে কোন মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে JNU লিখে একটি Space দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে ১৬২৪২ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে।

প্রক্রিয়াটি হলো: < JNU <space> Roll Number <space> Unit C লিখে 16242 নম্বরে সেন্ড করলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে।

ব্যাবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু মিছির বাংলানিউজকে বলেন, আসন অনুযায়ি  মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও গণমাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময় ১৬২২ ঘন্টা, নভেম্বর ২৬,২০১২
এমএমএস/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।