ঢাকা: ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচন ও আবাসন সংকট নিরসনসহ সাত দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখা এই সমাবেশ করে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে সাত দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি মিছিল অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কলেজ শাখার সহ-সভাপতি সজিব নাথ, দপ্তর সম্পাদক আবুবকর, অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব, কলা অনুষদের আহ্বায়ক আসিফ আহমেদ এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
সমাবেশে ছাত্রনেতারা বলেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা ছাড়া গণতান্ত্রিক বাংলাদেশ সম্ভব নয়। এর জন্য দরকার ছাত্র সংসদ নির্বাচন। এ নির্বাচন একদিকে যেমন শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারে একইসাথে নানা স্বৈরতান্ত্রিক প্রবণতাকে রুখে দিতে পারে।
সংগঠনের সহ-সভাপতি সজিব নাথ সাত দফা দাবি পাঠ করেন। এসব দাবির মধ্যে রয়েছে- দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্র ও রোডম্যাপ প্রকাশের উদ্যোগ নেওয়া, ছাত্র সংসদ ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ।
আরও রয়েছে, প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করা। আবাসন সংকট নিরসনে বহুতলবিশিষ্ট একাধিক নতুন হল নির্মাণের উদ্যোগ, অবিলম্বে পুরনো হলগুলো সংস্কার করা।
ডাইনিং-ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানো, মান বাড়ানো। গ্যাস সংযোগ চালু এবং কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা, ক্লাসরুম-লাইব্রেরি-সেমিনার এবং ল্যাবের সংখ্যা ও সুবিধা বাড়ানো। অবিলম্বে নতুন ভবনের লিফট চালু করা।
দাবির মধ্যে আরও রয়েছে, পরিবহন সংকট সমাধানে বাস ও রুট সংখ্যা বাড়ানো, মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগসহ ওষুধ ও চিকিৎসা সেবা বাড়ানো, নামে-বেনামে অতিরিক্ত ফি আদায় বন্ধ করা।
আরকেআর/আরএইচ