ঢাকা: রাজধানীর সাত কলেজ পরিচালনায় প্রশাসক নিয়োগের প্রথম ধাপ পূরণ হওয়ায় সোমবারের (১৯ মে) কর্মসূচি থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৮ মে) রাতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি মো. নাঈম হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম ইলিয়াসকে চুক্তিতে দুই বছরের জন্য অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। মূলত তাকে সাত কলেজের প্রশাসক নিয়োগ দিতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
পরে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের সময়ক্ষেপণের প্রতিবাদে শনিবার (১৭ মে) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখান থেকে ৫ দফা দাবি উল্লেখসহ ঝুলে থাকা অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপনের দাবিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।
এতে আরও বলা হয়, ‘আমরা প্রত্যক্ষ করছি, সরকার আমাদের দাবির বিষয়টি আমলে নিয়েছে। ইতিমধ্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যারকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। আমরা আরও জানতে পেরেছি, আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে অধ্যাপক ইলিয়াস স্যারকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক করে প্রজ্ঞাপন জারি করা হবে। যেহেতু সরকার আমাদের দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে শুরু করেছে, সেহেতু আমরা আগামীকাল সোমবার (১৯ মে) কোনো কর্মসূচি রাখছি না। আমরা সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি। পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। একইসঙ্গে আমরা আমাদের ৫ দফা দাবির বাকি দাবিগুলোর বিষয়েও নজর রাখবো। ’
সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) সকল শিক্ষার্থীকে এ বিষয়ে অবগত করা হলো।
এমআইএইচ/এমজে