ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, মে ১২, ২০২৫
কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষকদের লাঞ্ছিত করা ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১২ মে) তাদের এই নোটিশ দেওয়া হয়।

গত ১৯ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ ৭টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, নোটিশ দেওয়া শিক্ষার্থীদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে প্রায় তিন মাস হতে চললেও সংকট কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি।

১৮ ও ১৯ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদেরসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের সাত কর্মদিবসের মধ্যে বিচারের আওতায় আনার দাবিতে চলছে শিক্ষকদের কর্মবিরতি।

এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।