ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবিতে “এক্সিকিউটিভ মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স’ প্রোগাম চালু

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স’ (ইএমসিএস) প্রোগাম চালু করেছে।

প্রতি শুক্রবার এই কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে।



আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

ভর্তিচ্ছুদের বিএসসি ইন সিএসই, সিএস, সিএসআইটি, আইটি, ইসিই, ইটিই, আইসিই, ইইই অথবা সমমানের গণিত, পদার্থবিজ্ঞানে ডিগ্রি পাশ থেকে হবে।

২১ ডিসেম্বর এই কোর্সে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্লাস শুরু হবে মধ্য জানুয়ারি।

বিস্তারিত তথ্য ও আবেদনপত্র http://www.juniv.edu/cse/emcs  ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২
প্রতিনিধি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।