ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, এপ্রিল ১০, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়লো

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্সে (নিয়মিত) ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদনের সময় আগামী সোমবার (২১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

 

এতে আরও জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।  

এ ছাড়া প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশ টাকা আবেদন করা কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা সরাসরি ২২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।

আগামী ২৬ মে থেকে ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এ ভর্তি কার্যক্রমের সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের (Prospectus/Important Notice) অপশন থেকে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।