ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

রাবিতে চবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৯ দশমিক ৪৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, মার্চ ২২, ২০২৫
রাবিতে চবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৯ দশমিক ৪৬ শতাংশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি-ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএ (অনার্স) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।  

পরীক্ষা চলাকালে কোনো রকমের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৪৬ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার জানান, শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। আজকের পরীক্ষায় মোট ৮ হাজার ৯১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৫ জন শিক্ষার্থী।  

পরীক্ষায় মোট উপস্থিতির হার ৮৯ দশমিক ৪৬ শতাংশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

পরীক্ষা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন।  

তারা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।