ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবির নতুন প্রক্টর ড. সোহেল আহমেদ

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহেল আহমেদ।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনে সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহার কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।



প্রসঙ্গত, সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা একাডেমিক ও গবেষণার কাজে মনোনিবেশ করার জন্য ছুটির আবেদন করলে তা মঞ্জুর হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রক্টর হিসেবে প্রাণ-রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেন।

অধ্যাপক ড. সোহেল আহমেদ প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সদ্য বিদায়ী সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২
ওয়ালিউল্লাহ/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।