ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, সেপ্টেম্বর ১২, ২০২৪
দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাবিপ্রবি (সিলেট): দ্রুত সময়ের মধ্যে ক্লাস-পরীক্ষা চালু করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অবস্থান কর্মসূচি পালন শিক্ষার্থীরা।

এসময় গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন  বলেন, বিভিন্ন আন্দোলন, কোভিড, দুর্যোগসহ নানা কারণে আমরা সেশনজটের কবলে পড়ে গেছি। এই অবস্থায় দ্রুত সময়ের মাঝে ক্লাস ও পরীক্ষা শুরু করে আমাদের ক্লাসে ফেরার সুযোগ দিন। আগামী রবিবারের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিও জানাচ্ছি।  

এসময় শাবির শিক্ষার্থী আবদুল্লাহ আল তায়েব, দেলোয়ার হোসন শিশির, কিরন হাওলাদার, মুরাদ হোসাইন, রাদিয়া পারভীন পিংকি বক্তব্য প্রদান করেন। এসময় দ্রুত ছেলেদের বন্ধ হল খুলে দেওয়ার দাবিও জানায় বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪

এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।