ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চট্টগ্রামে শিক্ষক-কর্মচারীদের ক্লাস বর্জন অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২

চট্টগ্রাম: জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নসহ ১৭ দফা দাবিতে চট্টগ্রাম জেলার বেসরকারি স্কুল-কলেজের ক্লাস বর্জন করছেন শিক্ষক-কর্মচারীরা।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে গত ৮ সেপ্টেম্বর এ কর্মসূচি শুরু হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্লাস বর্জন।

সোমবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বেসরকারি স্কুল-কলেজে ক্লাস বর্জন করেন শিক্ষকরা। তবে যেসব কলেজে পরীক্ষা চলছে তাদের কর্মসূচির বাইরে রাখা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক প্রফেসর উত্তম সরকার।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন চলছে জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রাম জেলার মিরসরাই, সীতাকুণ্ড, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলার নন-এমপিও ভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন করছেন। তবে পরীক্ষা চলছে এমন কলেজ কর্মসূচির আওতামুক্ত রয়েছে। ”

তিনি বলেন, “১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি সফল করতে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকার এর মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। ”

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
এমবিএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।