ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ভর্তিচ্ছুদের খরচ কমে যাবে : জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন বলেছেন, জাবির ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন সিষ্টেম করার পদ্ধতি চালু হওয়ায় ভর্তিচ্ছুদের মোট খরচ কমে আসবে।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের আধুনিক, পরিশীলিত ও যুক্তিনির্ভর মানুষ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিগ্রহের শিকার হবে না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খবরদারি, সন্ত্রাস দূর করা হয়েছে। শুধুমাত্র বৈধ ছাত্র-ছাত্রীরাই হলগুলোতে অবস্থান করছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় উপাচার্য এ কথা বলেন।

মতবিনিময় সভায় প্রায় ৫০ জন শিক্ষার্থী নানা বিষয়ে তাদের অভিমত ব্যক্ত করেন।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি, ভর্তি ফরমের মূল্য কমানো, নিয়মিত ক্লাস-পরীক্ষা, আবাসিক হলগুলোর সংস্কার, নতুন আবাসিক হল নির্মাণ, স্নাতকোত্তর পর্বে ক্লাসে উপস্থিতির নম্বর রহিত করা, শিক্ষার্থীদের গবেষণায় অর্থ বরাদ্দ, ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করা, মশা নিধন, খেলার মাঠের সংস্কার, ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতির সংস্কার প্রভৃতি দাবি তুলে ধরেন।

উপাচার্য বলেন, ছাত্র-ছাত্রীদের সকল সমস্যা যথাসম্ভব দ্রুত নিরসন করা হবে। উপাচার্য ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
 
বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘন্টা, সেপ্টেম্বর ০৯, ২০১২
ওয়ালিউল্লাহ/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।