ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

শেকৃবির রেজিস্ট্রার হিসেবে ড. মিজানুরের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন রেজিস্ট্রার হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: মিজানুর রহমান যোগদান করেছেন।

বৃহস্পতিবার রেজিস্ট্রার দফতরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।



মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো: আজহারুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) এর স্থলাভিষিক্ত হন।  

মিজানুর রহমান ১৯৬৮ সালের ৩১ ডিসেম্বর চাঁদপুরের মতলব থানা গোয়ালভরি গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অজর্ন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ঘণ্টা; ৬ সেপ্টেম্বর, ২০১২
এমএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।