ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ২, ২০১২

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সবুজ বাংলানিউজকে জানান, বিভিন্ন অনুষদে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বিএসসি এজি (অনার্স), বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এসসি ফিশারিজ (অনার্স), ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম), নিউট্রেশন অ্যান্ড ফুড সায়েন্স ও বি.এসসি (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রি প্রোগ্রামের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।



তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিষয়ের উপর সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২

সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।