ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চুয়েটে স্যামসাংয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১২

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বৃহস্পতিবার হয়ে গেলো স্যামসাংয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম।

এদিন চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে স্যামসাং বাংলাদেশ আর অ্যান্ড ডি সেন্টার (এসবিআরসি) এই প্রোগ্রামের আয়োজন করে।



বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ‘স্যামসাং’- এর মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. মুহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম এবং এসবিআরসির ভাইস প্রেসিডেন্ট মি. জোসেফ ওহ্।

রিক্রুটমেন্ট প্রোগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চুয়েটের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
এমবিএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad