ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নবীনদের বরণে ঢাবিতে ছাত্রলীগের কনসার্ট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
নবীনদের বরণে ঢাবিতে ছাত্রলীগের কনসার্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করতে ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ক্যাম্পাস’ নামে ‘নবীনবরণ কনসার্ট ২০২৩’ আয়োজন করছে শাখা ছাত্রলীগ।  

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে।

এতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড ‘ফসিলস’, ‘চন্দ্রবিন্দু’ এবং দেশসেরা ‘ওয়ারফেজ’ ও ‘আভাস’ গান গাইবে।  

ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সই করা বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ক্যালেন্ডার মেনে প্রতি বছর আগত নবীনদের পদচারণা সুন্দরতম একটি বিষয়। নবীনদের নতুন দিনের যাত্রা রাঙিয়ে দিতে এবং সুন্দরের পথে গমন ত্বরান্বিত রাখতে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এবারের আয়োজনটি রীতিমতো তারুণ্যের দীপ্তিময় উচ্ছ্বাসে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।