ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন দেলোয়ার হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, ডিসেম্বর ৫, ২০২৩
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন দেলোয়ার হোসেন

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন মো. দেলোয়ার হোসেন মজুমদার।  

সোমবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে এ কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়েও প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্বে ছিলেন।  

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ১১ অক্টোবরের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এ কর্মকর্তাকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হলো। এর ফলে তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।  

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬৬০০০-৭৬৪৯০ বেতনক্রমে (নন-ক্যাডার, গ্রেড-২) প্রধান প্রকৌশলী পদে তাকে পদোন্নতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ