ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২, ২০১২

খুলনা: খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির নতুন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মাধব চন্দ্র রায়, অধ্যাপক নজিবুর রহমান, অধ্যাপক শেখ দিদারুল আলম, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক মুজাহিদুল ইসলাম প্রমুখ।



নতুন শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সব প্রকার অন্যায় এবং নেশা থেকে মুক্ত থাকার আহ্বান জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।