ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

মাধ্যমিকে ভর্তির আবেদনের সময় বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, নভেম্বর ১৫, ২০২৩
মাধ্যমিকে ভর্তির আবেদনের সময় বাড়ল প্রতীকী ছবি

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি (সব) এবং বেসরকারি (মহানগর ও জেলা সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে।

অধিদপ্তর বুধবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভর্চিুচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আবেদন ফরম পূরণের পর রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

গত ২৪ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর আবেদনের শেষ সময় ছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমআইএইচ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।