ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

উচ্চ মাধ্যমিকে বাদ পড়াদের ভর্তির সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০১২

ঢাকা: আবেদন করেও যে সব শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হতে পারেনি তারা শূন্য আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে।  

মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, যে সব আবেদনকারী এক বা একাধিক কলেজে এসএমএস এর মাধ্যমে আবেদন করেও ভর্তির সুযোগ পায়নি তারা ২৮ জুন থেকে কলেজগুলোতে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির ন্যূনতম যোগ্যতা অনুসারে ভর্তির সুযোগ পাবে।



ভর্তির নীতিমালার আলোকে শিক্ষার্থীরা প্রয়োজনে বিভাগ পরিবর্তন করেও এরূপ ক্ষেত্রে ভর্তির সুযোগ পাবে। এ ধরনের শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির আবেদন ফি বাবদ কোন অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যারা এসএমএস করেছে সে সব শিক্ষার্থীর রোল নর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের উচ্চ মাধ্যমিক কর্নারে প্রকাশ করা হয়েছে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইট হতে রোল নরের ফাইলটি ডাউনলোড করে এসএমএস করেছে কি না তা নিশ্চিত করে ভর্তির কাজ সম্পন্ন করা যাবে।

সংশিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা শিক্ষা বোর্ড থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমআইএএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।