ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত মো. হাসানুল সিরাজী

মাদারীপুর: দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে মাদারীপুর জেলার কালকিনিতে সৈয়দ আবুল হোসনে কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পর্ষদ।  

রোববার (২৯ অক্টোবর) সকালে সভাপতির স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

 

জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণসহ বিভিন্ন ধরনের অভিযোগ এনে কলেজের অধিকাংশ শিক্ষকরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগপত্র দাখিল করেন।  

অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে তদন্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয়। পরে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তদন্ত কমিটি। তদন্তে অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে গভর্নিং বডি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।  

কিন্তু সভাপতির চারটি কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় অধ্যক্ষ হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।  

এদিকে, একই কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয় হয়।

অভিযুক্ত অধ্যক্ষ হাসানুল সিরাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।  

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, কলেজ পরিচালনা পর্ষদ অধ্যক্ষ হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।