ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে: শাবি উপাচার্য

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে: শাবি উপাচার্য

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলাসহ সব ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে দিনব্যাপী আয়োজিত শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

উপাচার্য বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলাসহ সব ক্ষেত্র নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রা আমাদের ধরে রাখতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।  

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা, গবেষণায় বাজেট বৃদ্ধি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে ডিজিটাইজড পরিবহন ব্যবস্থা বাস্তবায়ন হবে।

উপাচার্য বলেন, জাতীয় শুদ্ধাচার নীতি বাস্তবায়নে আমরা বন্ধ পরিকর। এতে সারা বছর শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। যার প্রতিফল ইতোমধ্যে আপনারা পেয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এপিএ মূল্যায়নে দেশের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছি। এটা আমাদের ধরে রাখতে আরও বেশি পরিশ্রম করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার  মো. ফজলুর রহমান।  

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।