ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবি শিক্ষকদের ধারাবাহিক কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ২৯, ২০১২

ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তশূলক শাস্তির দাবিতে জবি শিক্ষক সমিতির ডাকা ধারাবাহিক খণ্ডকালীন কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতির পর তারা এ ঘোষণা দেন।



শিক্ষকরা দোষী ছাত্রদের স্থায়ী বহিষ্কার করার দাবিতে ২৪ মে পযর্ন্ত আল্টিমেটাম দেয় জবি প্রশাসনকে।

শিক্ষকরা অভিযোগ করেন, গত ২৭ মে পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ফলাফলে ৫৬ জন অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এর আগে সোমবার ২ ঘণ্টা এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এদিকে, মঙ্গলবার কর্মসূচি পালন শেষে শিক্ষক লাউঞ্চে বেলা আড়াউটায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে জবি প্রশাসন। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।

বুধবার থেকে শিক্ষকরা সব ক্লাস নিবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২৯,২০১২
এমএমএস/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।