ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৩০তম বিসিএস

৬৯ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২১, ২০১২

ঢাকা : ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডার পদে ৬৯ জন প্রার্থীকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার এক আদেশে এ সুপারিশ করা হয়।



৩০তম বিসিএসের লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশকৃত নয়, এমন প্রার্থীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে এ সুপারিশ করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এসব প্রার্থীর বিষয়ে কমিশনের সুপারিশ যথাসময়ে পাঠানো হবে।

মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের তালিকা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

প্রাক নিয়োগপত্র জারির আগে সুপারিশকৃত প্রার্থীদের যথাযথ এজেন্সির মাধ্যমে চরিত্র যাচাই এবং স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে বিধি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময় : ২০৩৮ ঘণ্টা, মে ২১, ২০১২
এসএমএ/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।