ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ৬, ২০২৩
জাবি সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ জুন) দুপর সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিস কক্ষে সংবাদ সম্মেলনে তফসিলপত্র পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

রোববার (১১ জুন) সকাল নয়টায় জাবিসাসের অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ৭ ও ৮ জুন। তবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৮ জুন বেলা ১১টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুন দুপুর ১২টা প্রর্যন্ত। ওই দিন বিকেল তিনটায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন, জাবিসাস সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আলকামা আজাদ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ৬, ২০২৩ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।