ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবিতে গবেষণায় চুরি ঠেকাতে প্ল্যাজারিজম নীতিমালা চূড়ান্ত  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
ঢাবিতে গবেষণায় চুরি ঠেকাতে প্ল্যাজারিজম নীতিমালা চূড়ান্ত  

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্ল্যাজারিজম’ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এবারের একাডেমিক কাউন্সিলের প্রধান এজেন্ডা চৌর্যবৃত্তিবিষয়ক নীতিমালা ‘দ্য রুলস ফর দ্য প্রিভেনশন অব প্ল্যাজারিজম’ শীর্ষক নীতিমালা নিয়ে আলোচনা এবং একাডেমিক কাউন্সিলে এর অনুমোদন। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক পদে পদোন্নতি নেওয়ার জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা। এ দুই নীতিমালা অনুমোদন হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা খাতে ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করছেন তারা।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসকেবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad