ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পাশের হার বেড়েছে ৩ পার্বত্য জেলায়

মোঃ মহিউদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ৭, ২০১২
পাশের হার বেড়েছে ৩ পার্বত্য জেলায়

চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৩ পার্বত্য জেলায় কয়েক বছর ধরে সামগ্রিকভাবে পাশের হার কমলেও এবার পাশের হার বেড়েছে।

এবার তিন পার্বত্য জেলায় গড় পাশের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ।

এরমধ্যে বান্দরবান জেলায় পাশের হার ৬৭ দশমিক ৫৯ শতাংশ, খাগড়াছড়িতে ৫৮ দশমিক ৪৯ শতাংশ ও রাঙ্গামাটিতে ৬৭ দশমিক ৫৮ শতাংশ।

গত বছর তিন পার্বত্য জেলার দু’টিতে পাশের হার বাড়লেও সামগ্রিক পাশের হার কম ছিল। গতবার বান্দরবান ও খাগড়াছড়িতে পাশের হার বেড়েছিল।

গত বছর তিন পাবর্ত্য জেলায় গড় পাশের হার ছিল ৬২ দশমিক ১৩ শতাংশ। এরমধ্যে বান্দরবান জেলায় ৬৬ দশমিক ০৯ শতাংশ, খাগড়াছড়িতে ৫৩ দশমিক ৩৭ শতাংশ ও রাঙামাটিতে ৬৬ দশমিক ৯৬ শতাংশ।
 
তবে ৩ দশমিক ৩৪ শতাংশ কমেছিল রাঙামাটিতে। ফলে তিনজেলায় গড় পাশের হার দশমিক ০৭ শতাংশ কমেছিল।

তিন পার্বত্য জেলায় পাশের হার বৃদ্ধিকে চট্টগ্রাম বোর্ডের জন্য ইতিবাচক দিক উল্লেখ করে পরীক্ষা নিয়ন্ত্রক ড.পিযুষ দত্ত বাংলানিউজকে বলেন, গত কয়েক বছর ধরেই পার্বত্য তিন জেলার পাশের হার কমার কারণে বোর্ডের সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।

এবার তিনটি জেলায় ফল বাড়াতে সামগ্রিক ফলও বেড়েছে। এটা চট্টগ্রাম বোর্ডের জন্য ইতিবাচক দিক।

শিক্ষার উন্নয়ন সবস্থানে পৌঁছার কারণেই এবার তিন পার্বত্য জেলাসহ গ্রামেও ফলাফল বেড়েছে বলে জানান তিনি।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, জেলায় জেলায় পাশের হার বাড়লেও মহানগরীতে কমেছে। এবার মহানগরে পাশের হার ৮৭ দশমিক ৩৪ শতাংশ। গতবার এ হার ছিল ৮৮ দশমিক ৭৮ শতাংশ।

মহানগর ছাড়া জেলায় পাসের হার ৭৮ দশমিক ৭৯। গতবার ছিলো ৭৭ দশমিক ৫৩ শতাংশ।

সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে চট্টগ্রাম বোর্ডের ফলাফল ঘোষণা করেন ড.পিযুষ দত্ত।

বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা,  মে ০৭ ২০১২
এমইউ, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad