ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পুনরায় নিয়োগ পেলেন ইবির ৩ সহকারী প্রক্টর 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
পুনরায় নিয়োগ পেলেন ইবির ৩ সহকারী প্রক্টর 

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দায়িত্বরত তিন সহকারী প্রক্টরকে পুনরায় নিয়োগ দিয়েছে প্রশাসন।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের এ পুনঃনিয়োগ দিয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম।  

গত ৭ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হওয়ায় ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে তাদের পুনরায় নিয়োগ দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩ 
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।