ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

স্বাধীনতা দিবসে শাবিপ্রবিতে যা থাকছে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
স্বাধীনতা দিবসে শাবিপ্রবিতে যা থাকছে

শাবিপ্রবি (সিলেট): মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

রোববার (২৬ মার্চ) সকাল থেকে এ উদযাপন শুরু হবে।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ১০টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।  

এছাড়া ২৬ ও ২৭ মার্চ বিশ্বিবদ্যালয়ের প্রবেশপথ, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৫ মার্চ, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।