bangla news

এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে বিভ্রান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২-০৪-২২ ১০:২৯:০০ এএম

বিএনপির হরতালের কারণে সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে দেশের দুটি অনলাইন সংবাদ মাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছে।

ঢাকা: বিএনপির হরতালের কারণে সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে দেশের দুটি অনলাইন সংবাদ মাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছে।

অথচ এসব পরীক্ষার রুটিনে সোমবার কোনো পরীক্ষা নেই।

বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাহিমা খাতুনের নজরে আনলে তিনি বাংলানিউজকে বলেন, ‘সোমবার এইচএসসি বা সমমানের কোনো পরীক্ষা নেই।’

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ওই দুটি সংবাদ মাধ্যমের প্রকাশিত সংবাদে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

এ সংবাদ প্রকাশের পর পাঠকরা বাংলানিউজে ফোন করে বিভ্রান্তির বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২

সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2012-04-22 10:29:00