ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

মাগুরায় জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, ডিসেম্বর ১৫, ২০২২
মাগুরায় জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাগুরা: মাগুরায় আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আট শিক্ষার্থী ও জিপিএ-৪ পাওয়া ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। ওই বিদ্যালেয়  শিক্ষকের সংখ্যা রয়েছে ১৮ জন।

শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪১৮ জন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে নানা উপদেশ তুলে ধরে বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে সম্মানিক অভিভাবকদের উপস্থিতত্বে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।